
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের শ্রীপুর বাজার রেলক্রসিং শ্রীপুরবাসীর জন্য চরম ভোগান্তি কারন হয়ে দাঁড়িয়েছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রীপুর রেলগেট দিনের প্রায় সব সময়ই যানজট লেগেই থাকে যার ফলে জনগণের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শ্রীপুর উপজেলার (ঢাকা- ময়মনসিংহ) রেল লাইনের পশ্চিমাঞ্চল শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় অধিক জনসংখ্যা অর্ধুষিত এক জনপদ শ্রীপুর। শ্রীপুরের লাখ লাখ জনগন প্রতিদিন শ্রীপুর রেলগেট দিয়ে চলাচল করে।
শ্রীপুর বাজার রেলক্রসিংয়ে কোন ওভারপাস বা ফ্লাইওভার না থাকায় প্রতিদিন অফিসগামি জনগণকে পড়তে হয় বিপাকে।
শ্রীপুর বাজার রেল ক্রসিংটি শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণর শেষ প্রান্তে অবস্থিত যার ফলে স্টেশনে যতক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকে ততক্ষণ রেলগেটটি বন্ধ থাকে। স্টেশনে দুটি ট্রেন ক্রসিং করলে দীর্ঘ সময় রেল গেটটি বন্ধ থাকে ফলে জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
রেলগেটটি শ্রীপুর বাজারের প্রান কেন্দ্রে হওয়ায় রেল গেটটি বন্ধ থাকলে রাস্তার যানজটের কারণে শ্রীপুরের যাতায়াত ব্যবস্থা আটকে থাকে। শ্রীপুর স্টেশনের স্টেশন মাষ্টার জানান ঢাকা-ময়মনসিংহ রেল লাইন দিয়ে প্রতিদিন ১৬ টি ট্রেন দেশের উত্তরাঞ্চলে বিভিন্ন গন্তব্যে দিনে দুই বার অাপ ডাউন করে ফলে দিনের প্রায় অধিকাংশ সময় রেল গেটটি বন্ধ থাকে।
শ্রীপুর আমান টেক্স এর কর্মচারী পটকা গ্রামের এনামুল হক বলেন-অফিসে যেতে অাসতে শ্রীপুর রেল ক্রসিংয়ে প্রতিদিন যানজটের কবলে পড়তে হয় এখানে অতি দ্রুত ফ্লাইওভারের নির্মাণ করা দরকার।
এ বিষয়ে স্থানীয় সাংসদ জনাব মোঃ ইকবাল হোসেন সবুজ সাহেবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- -শ্রীপুর বাসীর দাবির কথা বিবেচনা করে অতি দ্রুত শ্রীপুর রেল গেইটে ফ্লাইওভার নির্মান কাজ শুরু হবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সাথে নিয়ে অামি অতিমধ্যেই ফ্লাইওভার নির্মানের স্থান পরিদর্শন করেছি।অতি দ্রুত নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হবে।
শ্রীপুর বাসীর প্রানের দাবি শ্রীপুর রেলগেট যেন অতি দ্রুত ফ্লাইওভার নির্মান কাজ শুরু হয়।

