
লালমনিরহাটের সদর থানার বিশেষ অভিযান চালিয়ে তিস্তা টোলপ্লাজা থেকে ১৮কেজি গাঁজা ও ট্রাক উদ্ধার সহ দুইজন মাদকব্যবসায়ী গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহফুজ আলমের নেতৃত্বে এস আই খালেকুল বাদশাহ, এএসআই মোফাজল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন তিস্তা টোলপ্লাজা থেকে ১৮কেজি গাঁজা ও ১টি ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ট ১৮-৮০২৪ উদ্ধারসহ মোঃরবিউল ইসলাম(৪১) হাফিজুল ইসলাম(২৭) নামের দুইজনকে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো মোঃরবিউল ইসলাম পিতা মোর্শেদ আলী, হাফিজুল ইসলাম পিতা আব্দুল মজিদ, উভয়ের গ্রাম মধ্য কুমারপুর(চানচারভিটা)উপজেলা /জেলা কুড়িগ্রাম। লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোলপ্লাজা থেকে এস আই খালেকুল বাদশাহ, এএসআই মোফাজল হোসেন, ও সঙ্গীয় ফোর্স সহ ১৮কেজি গাঁজা ও একটি ট্রাক উদ্ধারসহ মোঃরবিউল ইসলাম(৪১), হাফিজুল ইসলাম(২৭) নামের দুইজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়। মামলা নং-১৬।

