
শরিফ সিকদার, গাজীপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী সহ সভাপতি এড মো আমানত হোসেন খান কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নে আবস্হানরত জাতির শ্রেষ্ঠ সন্তান ও মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের অসামান্য অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। পবিত্র ঈদুল আজহা পর থেকে ১২ আগষ্ট পর্যন্ত বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজ পরিদর্শনসহ উপজেলার বিভিন্ন গ্রাম,পাড়া মহল্লায় হাজির হয়ে মুক্তিযুদ্ধা ও তাদের পারিবারের খোঁজ খবর নেন। গত ১২ আগষ্ট বুধবার রাতে তরগাঁও মুক্তিযুদ্ধা বাজারের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মাইন উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধা গনি ফকির, আবদুল খালেক, ফিরোজ খান, আবদুল আওয়াল, আওয়ামী লীগ নেতা মনজুরুল হক বেপারি, কামাল হোসেন, তায়েব খান কিশোর ও মেহেদী হাসান রানা প্রমুখ।

