
গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারের পশ্চিমে অবস্থিত খাস পাড়ায় অভিযান চালিয়ে দুই শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ সংযোগে ব্যবহার করা রাইজার, চুলা ও অন্য সরঞ্জামাদি জব্দ করা হয় ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারের পশ্চিমে অবস্থিত খাস পাড়ায় প্রায় দুইশত বাসা বাড়িতে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার হচ্ছে, এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তার নেতৃত্বে ওই এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ।
অভিযানকালে ওই এলাকার প্রভাবশালী কাঠ ব্যবসায়ী মোঃশুক্কুর ও মোঃ সুরুজ এর মাধ্যমে এ সকল অবৈধ সংযোগ প্রদান করা হয়েছে এবং চুলাপ্রতি মাসোহারা আদায় করছে। অভিযানের খবর পেয়ে অবৈধ সংযোগ প্রদানের হোতা ও বাসা বাড়ীর লোকজন গা ঢাকা দেয়। এসময় সবগুলো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার বা রেগুলেটর জব্দ করা হয়।

