অটোতে ছিনতাই চালকসহ আটক ২

গাজীপুরের কাপাসিয়ায় ছিনতাইয়ের অভিযোগে অটোচালকসহ দুজনকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। আটক অটোচালক সোহেল (২৮) নুরাবাড়ী এলাকার জালাল মিয়ার ছেলে ও অপরজনের নাম জানা যায়নি শুধু জানা যায় কাঠ ব্যবসায়ীর ছেলে। সরেজমিনে জানা যায়, কুশদী শিববাড়ী এলাকার প্রবাসী শরিফের স্ত্রী মাহমুদা আক্তার জলিল মার্কেট থেকে সোহেলের অটোতে ওঠেন। অটোচালকের সাথে ওই কিশোরও ছিল। কিছুদূর যাওয়ার পর ভ্যানিটি ব্যাগে রাখা ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কিশোর পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে ইউপি মেম্বার সুলতান উদ্দিন ও রওশনারা বিথীসহ লোকজন এগিয়ে এসে সোহেলকে আটক করেন। পরে খোঁজাখুঁজি করে ওই কিশোরকে চাঁন মিয়ার ঘর থেকে আটক করা হয়। এ ঘটনায় সোহেল জড়িত বলে সে স্বীকার করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category

