
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রামের সামনের সড়ক থেকে
৬ কেজি গাঁজাসহ দুইজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশার থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলো নূর আহম্মদ (৩০) ও বাবুল মিয়া (২৬) নামের দুইজন মাদক ব্যবসায়ী তাঁদের বাড়ি উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামে।
গতকাল মঙ্গলবার রাতে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।তাঁদের
ধর্মপাশার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী দুজন প্লাস্টিকের বস্তার ভেতরে করে গাঁজা নিয়ে নিজামপুর গ্রামের সামনের সড়ক দিয়ে ধর্মপাশা উপজেলা সদরের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে ছয়কেজি গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আজ বুধবার সকালে ওই দুজন মাদক ব্যবসায়ীকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

