
কাপাসিয়া (গাজীইন্তেকালপুর) প্রতিনিধিঃ
দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের ছোট বোন, সাবেক মন্ত্রী আফসার উদ্দিন আহমেদের বড় বোন ও মরিয়ম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মরিয়ম হেলাল বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
২৮ সেপ্টেম্বর সোমবার রাত ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার বিকালে তার নিজ বাড়িতে জানাজার নামাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি এক মেয়ে হোসনে আরা চৌধুরী (বিনু) ও চার ছেলে ড. আব্দুল কাদের (হিরণ), এম. এম. করিম আহমেদ, আলম আহমেদ ও এম. এম. ইকবাল আহমেদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
শরিফ সিকদার
কাপাসিয়া, গাজীপুর

