
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারের পাঠানটেক ( কলেজ সংলগ্ন ) এলাকার সৌদি প্রবাসি রাসেল মোড়ল এর বহুতল ভবনে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।জানা যায় আনুমানিক বেলা ১:৩০ মিনিটের দিকে আগুনের অস্তিত্ব পাওয়া যায় । তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। অগ্নিকান্ডে আহত নিহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি । আগুন নিয়ন্ত্রনে বরমী ইউনিয়নের চেয়াম্যান শামসুল হক বাদল সরকার অক্লান্ত পরিশ্রমে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসের একাধিক টিমসহ এলাকার লোকজনদের নিয়ে চেস্টা করে যাচ্ছেন । জানা যায়, বাড়ীর নীচ তলায় ওয়ালটন শোরুমের একটি গোডাউন রয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী রাসেল মোড়ল এর সাথে কথা বললে তিনি বলেন, ওই গোডাউনের সমস্ত মাল সরিয়ে ফেলা হয়েছে তার কিছুক্ষণ পর ভয়াবহ অগ্নিকাণ্ডের র্ঘটনা ঘটে,আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি সঠিক ভাবে তদন্ত করা হোক এলাকাবাসীর বক্তব্য ও রাসেল মোড়ল ও তার পরিবার বলেন,আগুন লাগেনি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের ধারণা আমি প্রবাসে আছি,তাই স্থায়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক বাদল সরকার এর সহযোগিতা কামনা করছি যে, আইনের গতিতে সঠিক তদন্ত করা হোক এবং সঠিক তদন্ত কামনা করছি এলাকার সর্বস্তরের লোকের কাছে এবং প্রশাসনের কাছে
এবিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় কোন হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমান কি তা তদন্ত না করে এই মূহুর্তে বলা যাবেনা।

