
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল সরকার বাড়ি সংলগ্ন স্হানে মাদক সেবনে বাধা দেয়ায় কৃষক কামাল হোসেনকে ছুরিকাঘাত করেছে মাদকদ্রব্য সেবনকারী দলের সদস্যরা । স্হানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানাযায় গত বুধবার রাত ৭ টার দিকে সরকার সংলগ্ন স্হানে স্হানীয় নূর মোহাম্মদ জীবনের ছেলে সিয়াম (১৯) নেতৃত্বে একদল মাদকসেবনকারী দল অন্ধকারে মাদকদ্রব্য সেবন করছিলো। একই গ্রামের গিয়াসউদ্দিন ছেলে কামাল হোসেন (৪০)টর্স লাইট ফোকাস করে তাদের দেখে ফেলে এবং মাদক সেবনে বাধা প্রদান করায় ওই যুবকরা ক্ষিপ্ত হয় কামালকে উপযোপরি ছুরিকাঘাতের পর মামলা না করার হুমকি দিয়ে করে চলে যায়।
প্রতিবেশী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে কাপাসিয়ায় ভর্তি করেন।
আহত কামালের শরীরে ৮/১০ টি আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।
কৃষক কামাল হোসেন কে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্হানীয় ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসনে মাষ্টার, ইউপি সদস্য খলিলুর রহমান, মোফাজ্জল হোসেন ও সালাহ উদ্দিন শ্যামলসহ অনেকে এসে ঘটনার জন্য নিন্দা ও বিচার দাবী করেন।
এ ব্যাপারে মোবাইল ফোনে সিয়ামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি, তবে তার বাবা নুর মোহাম্মদ জীবন বলে এ ব্যাপারে আমি কিছুই জানিনা।

