
গাজীপুরের শ্রীপুরের বারতোপা গ্রামে খোকা মিয়া নামের এক শারিরিক প্রতিবন্ধীর জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী। সে বারতোপা গ্রামের পরাশ আলী ছেলে। অভিযুক্ত গিয়াস উদ্দিন তার ভাই।
ভুক্তভোগীর ভাষ্যমতে, মায়ের ওয়ারিশ সুত্রে নানীর বাড়ীর তিন বিঘা জমির মালিক হয়ে ভোগদখলরত ছিল তারা দুই ভাই। একভাই প্রতিবন্ধি থাকায় সে চলাপফেরায় অসহায় হয়ে পরে।সম্প্রতি তার অসহায়ত্বকে কেন্দ্র করে তার ভাই গিয়াস উদ্দিন তার এক বিঘা জমি জোরপূর্বক দখল করে নেয়।
এতে বাঁধা দেওয়ায় আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেয়। এবিষয়ে মাওনা ইউনিয়ন পরিষদে একাধিক বার বিচার দিয়েও কোন প্রকার বিচার পায়নি প্রতিবন্ধী বৃদ্বা। উপায় না পেয়ে শ্রীপুর থানায় লিখিত অখিযোগ দিয়েছে।
এবিষয়ে গিয়াস উদ্দিন বলেন, প্রতারনা বা জোর করে নয়,আমার মা মৃত্যুর আগে এক বিঘা জমি আমার কাছে বিক্রি করে গেছে। আমার কাছে দলিল আছে বর্তমানে শ্রীপুর কৃষি ব্যাংকে দলিল রয়েছে। তবে তা আদালতে প্রদর্শন করবো।
শ্রীপুর থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

