
(শ্রীপুর প্রতিনিধি)
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনাবাজার এলাকার শফিক মিলিটারির বাসার (ভাড়াটিয়া) রিপা আক্তার (২৮) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে টাঙ্গাইল সদর উপজেলার বালুকান্দি গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
২২ নভেম্বর সকাল সাতটার দিকে স্বামীর সাথে ঝগড়া হলে ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন তার স্বামী লিটন মিয়া।
লিটন মিয়া জানান, তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে রিয়ান (৬) দীপা স্থানীয় একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুজনের মধ্যে কথাকাটাকাটি হয় পরে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে তার স্বামী উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

