
কালিয়াকৈরে পৌরসভার ভোটারদের সাথে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ মত বিনিময় সভা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ভোটারদের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপরে(২৭ ডিসেম্বর) কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়াম এর কার্যালয়ে উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং এ সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি,অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দ্য গুহ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর পুলিশ সুপার কাজী সফিকুল আলম বিপিএম ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ এইচ কামরুল ইসলাম, কালিয়াকৈর থানার (ওসি) এএফ এম নাসিম, কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, পৌর কাউন্সিলর আহাদ আলী, খাত্তাব মোল্লা, আবুল কাশেম, মোয়াজ্জোম হোসেন, আমিনুল ইসলাম, মাসুম আলী, নাজমা বেগম, শাহনাজ বেগমসহ সাধারন ভোটার, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীরা। সভায় অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।
এসময় গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বিপিএম বলেন, কেউ ভয় পাবেন না, মাঠে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ সকল আইনশৃঙ্খলাবাহিনী থাকবে।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সুষ্ঠ নিরপেক্ষ ভয়ভীতিহীন নির্বাচন হবে। আর কোনো পুলিশ ও প্রশাসন ভয়ের কারণ হয়ে দাঁড়ালে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে।

