
শ্রীপুরে অসহায়-দুঃস্থদের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ
সাগর আহামেদ মিলন : গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড গ্রামে,পবিত্র রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে অসহায়-দুঃস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছেন,শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান উমেদ আলী।
গাজীপুর ৩ আসনের সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসীর নির্দেশনায় রমজানের প্রথম দিন থেকে অসহায়-দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছেন। আর এই ইফতার বিতরণ রমজানের শেষ পর্যন্ত চলমান থাকবে।ইফতার কর্মসূচি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান উমেদ আলী বলেন,দ্রব্যমূল্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধিতে মানুষ যেখানে দিশেহারা অবস্থায় রয়েছে, সেখানে আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে এক বেলা ইফতার নিয়ে মাসব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছি। নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এটি অত্যন্ত আনন্দের, ভালো লাগার। রমজান মাসে সবার প্রতি অনুরোধ থাকবে আসুন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত যেভাবেই হোক, সাধারণ মানুষের পাশে দাঁড়াই।

