
কালিয়াকৈরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে( ৮ আগষ্ট) কালামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়ন আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ।
এই সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।উল্লেখ্য কালিয়াকৈর পৌরসভার নয়টি ওয়ার্ডে পৃথক পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

