
কালিয়াকৈরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
কালিয়াকৈর সদর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়্যার, চশমা শ্রবণ যন্ত্র, ক্রাচ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে (১৩ আগষ্ট) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অফিসের কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে
বিনামূল্যে হুইলচেয়্যার, চশমা শ্রবণ যন্ত্র, ক্রাচ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, আরো উপস্থিত ছিলেন ৭০ নং কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল পাল,সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবিন পারভীন, ডাইনকিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস নাহার, লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন ইসলাম খানম সহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

