
কালিয়াকৈরে নিউ মারর্কেট উদ্বোধন।
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে সবচেয়ে বড় ও আধুনিক দৃষ্টিনন্দন শপিং কমপ্লেক্স ‘কালিয়াকৈর নিউ মার্কেট’ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায়(১২সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ ‘কালিয়াকৈর নিউ মার্কেট’ এর উদ্বোধন করেন।
এই মার্কেটটি আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এবং ক্রেতাদের জন্য বিভিন্ন সুবিধা এবং শপিংয়ের চমৎকার অভিজ্ঞতা প্রদান করবে। এখানে থাকবে দেশি-বিদেশি পণ্যের দোকান, খাবারের দোকান, এবং অন্যান্য বিনোদনের সুবিধা। এই মার্কেটটি এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।এ দৃষ্টিনন্দন ও আধুনিক মার্কেটটি উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য শপিং এবং বিনোদনের একটি নতুন সুযোগ সৃষ্টি হলো। এটি স্থানীয় ব্যবসায়ীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এ উপলক্ষ্যে ‘কালিয়াকৈর নিউ মার্কেট’-এর সোহাগ কনভেনশন হলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেটের প্রতিষ্ঠাতা ও আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সাইদুর রহমান সোহাগসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

