কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান

কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি বনবিভাগের জমি উদ্ধারে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ শতাংশ জমি পুনরুদ্ধার করেছে বন বিভাগ। শনিবার দুপুরে উপজেলার সিনাবহ, খন্দকারপাড়া, এবং রাঙামাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ২০টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি উৎকোচের বিনিময়ে সরকারি বনের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। বিষয়টি নজরে আসার পর চন্দ্রা বিট কর্মকর্তা সাইফুল বারীসহ কর্মকর্তাদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানান, বনের জমি দখলকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category

