
গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে প্রাথমিক পরীক্ষার কার্যক্রম।
বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে গাজীপুর জেলার বাছাইকৃত প্রার্থীদের জন্য শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ইভেন্ট অনুষ্ঠিত হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের তত্ত্বাবধানে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরাই এই ধাপে অংশগ্রহণের সুযোগ পান।
নিয়োগ বোর্ডের সভাপতিত্ব করেন, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। তিনি জানান, যোগ্য, দক্ষ ও সৎ প্রার্থী বাছাইয়ের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুরো প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। কোনোরূপ অনিয়ম বা পক্ষপাতের সুযোগ নেই।
উল্লেখ্য, এই নিয়োগ কার্যক্রম পর্যায়ক্রমে চলবে, সফলভাবে সব ধাপ অতিক্রমকারী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।

