
কালিয়াকৈরে বিএনপির লিফলেট ও বই বিতরণ
তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে উদ্যোগ
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট ও বই বিতরণ করেছে কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি।
শনিবার(১০ এপ্রিল সকাল ১১ টায়) কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার ও পল্লী বিদ্যুৎ এলাকা জুড়ে এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জুলফিকার ইসলাম জনি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র আহ্বায়ক মনির হোসেন বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

