শেরপুরের সীমান্তে প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় গজ কাপড় জব্দ

শেরপুরের সীমান্তে প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় গজ কাপড় জব্দ
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর : শেরপুরের সীমান্তে ৩২ লাখ ২৩ হাজার টাকার ভারতীয় জর্জেট গজ কাপড় জব্দ করেছে হলদীগ্রাম বিওপি। সোমবার (২৬মে) ভোরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা শাল বাগান এলাকা থেকে এসব কাপড় জব্দ করা হয়।ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানায়, গোপনে সংবাদ পেয়ে হলদীগ্রাম বিওপি’র টহল কমান্ডার হেলাল উদ্দিনের নেতৃত্বে বিজিবি’র একটি দল উপজেলার মধুটিলা শাল বাগান এলাকা অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪৪৬ মিটার ভারতীয় জর্জেট গজ কাপড় জব্দ করা হয়। জব্দ কৃত কাপড়ের দাম ৩২ লাখ ২৩ হাজার টাকা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category

