
কালিয়াকৈরে গাড়ির ধাক্কায় জি এম এস কারখানার তিন শ্রমিক আহত, ফুটওভার ব্রিজের দাবিতে সড়ক অবরোধ
মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকায় জি এম এস (GMS) পোশাক কারখানার তিন শ্রমিক রাস্তা পারাপারের সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকরা কারখানার সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি এসে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে জি এম এস কারখানার শ্রমিকরা মহাসড়কের উভয় পাশে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন। তারা দ্রুত ওই স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করে। এ বিষয়ে কালিয়াকৈর থানার অপারেশন অফিসার (ওসি) যোবায়ের আহমেদ বলেন, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে। যাতে করে যান চলাচল স্বাভাবিক করা যায়।

