
নালিতাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ
মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:
টয়লেটের পাশে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে আবু সা’দাত মুহাম্মদ মুসা নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার পরিবার প্রতিকার চাইলেও প্রভাবশালী শিক্ষক নেতারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ফলে এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাইরপাড় সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।ভুক্তভোগী ওই ছাত্রী জানায়,গত বৃহস্পতিবার (২২ মে) স্কুল চলাকালীন সময়ে শিক্ষক আবু সা’দাত মুসা তাকে ডেকে টয়লেটের কাছে নিয়ে যান।পরে তার বুকে হাত দিলে সে চিৎকার শুরু করে।এসময় অন্য শিক্ষার্থীরা এসে বিষয়টি দেখে ফেলে।পরে ওই ছাত্রী ঘটনার প্রতিবাদ জানিয়ে বাড়ি চলে যায় এবং এরপর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।স্কুলে না যাওয়ার একপর্যায়ে ঘটনাটি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় জানাজানি হয়।সোমবার ওই শিক্ষার্থীর মা ও বাবা এ ঘটনার বিচার দাবী করেন স্কুল কর্তৃপক্ষের কাছে।বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দিতে গেলেও প্রভাবশালী আওয়ামী শিক্ষক নেতা হাফিজুর রহমানসহ কয়েকজন মিলে ওই শিক্ষার্থীর অভিভাবকদের কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন। তারা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দিনভর। ফলে বিষয়টি সন্ধ্যার মধ্যে এলাকা ছাড়িয়ে শহরে ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়। এলাকাবাসী এ ঘটনার উপযুক্ত শিক্ষকের শাস্তির দাবী করে জানান,এর আগেও ওই শিক্ষক একাধিকবার নারী কেলেঙ্কারীর ঘটনায় জড়িয়ে বিতর্কিত হয়েছেন এমনকি মোটা অংকের টাকাও গুণেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আবু সা’দাত মুসার নাম্বারে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।একই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযুক্তের বিষয়ে উপযুক্তের শাস্তির দাবী জানান।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে বিভাগী ব্যবস্থা নেওয়া হবে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, ভুক্তভোগী ও তার অভিভাবকের পক্ষ থেকে কোন অভিযোগ পেলেই আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

