
কাপাসিয়ায় চাঞ্চল্যকর জাহিদুল হত্যা’র অন্যতম ৮ মামলার আসামী মারুফ গ্রেফতার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় বহুল আলোচিত জাহিদুল ইসলাম হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামী ও আলোচিত মাদক ব্যবসায়ী মারুফ হোসেন (২৪) কে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
পুলিশ উপ-পরিদর্শক মো. শাহীন মিয়া জানান, গতকাল রাতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ভুঁইয়া মার্কেটে মারুফের শ্বশুরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে তিনি জানান। নিহতের স্ত্রী শিপা আক্তার বলেন, “সন্ত্রাসীরা প্রতিবেশীদের কাছ থেকে চাঁদা চাইছিল। আমার স্বামী প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যার বিচার চাই—যাতে কোনো নারীকে আর এমনভাবে স্বামী হারাতে না হয়।”
প্রসঙ্গত, গত ৪ জুলাই শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২৮) ওই গ্রামের মৃত হারিস উদ্দিনের ছেলে এবং তাঁর মা রোকেয়া বেগম স্থানীয় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে বাড়ির পাশে একটি মুদি দোকানে বসা অবস্থায় ১০–১২ জন দুর্বৃত্ত তাকে ডেকে নেয় এবং দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল গণমাধ্যম কে জানান, ‘এ ঘটনায় নিহতের ভাই অ্যাডভোকেট আলমগীর হোসেন বাদী হয়ে কাপাসিয়া থানায় ৬ জন নামীয় অজ্ঞাত আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যা মামলায় গাফ্ফার মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠায়। পরবর্তীতে আসামী গাফ্ফার মিয়া উক্ত খুনের ঘটনার সাথে জড়িত রয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল হত্যাসহ ৮ মামলার আসামি মারুফ কে থানা পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়।

