
কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে প্রস্তুতি সভা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি প্রণীত ৩১ দফা কর্মসূচি উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌর এলাকায় এবং ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সোহাগ কনভেনশন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমান।
এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

