
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় পাঁচ জন দগ্ধ হয়েছে । এরমধ্যে চারজন ফায়ার কর্মী দগ্ধ অবস্থায় ফায়ার ফাইটার মো. শামীম আহমেদ(৪২),ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদা(৪০),ফায়ার(অফিসার) মোহাম্মদ জান্নাতুল নাঈম (৩৮),ফায়ার ফাইটার জয় হাসান(২৪ ) ।
সোমবার(২২ সেপ্টেম্বর)বিকেল সাড়ে ৩টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে তুমিও হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্নের জরুরি বিভাগে সন্ধ্যায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসক সহকারী রেজিস্টার ডা.ফজলে রাব্বি জানান,গাজীপুরের টঙ্গী এলাকার একটি কেমিকেল গোডাউনের আগুনের ঘটনায় আমাদের এখানে চার জন এসেছে জান্নাতুল নাঈম ৪২ শতাংশ দগ্ধ , মো. শামীমের ১০০ শতাংশ দগ্ধ, মোহাম্মদ নুরুল হুদা ১০০ শতাংশ দগ্ধ ,ও জয় হাসানের ৫ শতাংশ দগ্ধ এদের মধ্যে জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে বলেন তিনি,তিনজনের অবস্থা গুরুতর তাদেরকে ভর্তি দেওয়া হয়েছে।

