
পরিচ্ছন্ন শ্রীপুর গড়তে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী কর্মসূচি
“বদলে আমরা, বদলে যাবে দেশ”-ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি। পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ তৈরিতে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী একটি পরিচ্ছন্নতা কর্মসূচি। সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান আকন্দ ফাউন্ডেশন এর আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে তরুণদের মাঝে সচেতনতা তৈরি, পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণ এবং পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার উঠে আসে।
“আগামীর শ্রীপুর, পরিচ্ছন্ন শ্রীপুর”-এই শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে শ্রীপুরের গুরুত্বপূর্ণ এলাকাসমূহ-মুক্তসক, কেলাস্টশন এলাকা-জুড়ে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম।
কর্মসূচি শুরু হয় বেলা এগারোটার দিকে। ব্যানার, প্ল্যাকার্ড, গ্লাভস ও পরিচ্ছন্নতা সরঞ্জাম হাতে তিন শতাধিক স্বেচ্ছাসেবক এগিয়ে আসেন শহরকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে। আবর্জনা অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং রাস্তার ধারে সচেতনতামূলক পোস্টার লাগানোর কাজ চলে দুপুর পর্যন্ত।
কর্মসূচির নেতৃত্বে থাকা আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন- “পরিচ্ছন্নতা কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, এটি মনন ও মানসিকতার পরিচায়ক। আমরা যদি নিজের আশপাশকে পরিচ্ছন্ন রাখি, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, এ কর্মসূচি একটি ধারাবাহিক পরিকল্পনার অংশ। ভবিষ্যতে শ্রীপুরসহ গাজীপুরের আরও বিভিন্ন অঞ্চলে এই কার্যক্রম বিস্তৃত করা হবে।
এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, দোকানদার, বৃদ্ধ-যুবক ও কয়েকজন সাংবাদিক এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় সাংবাদিক শফিকুল ইসলাম বলেন-“প্রথমবার দেখছি কেউ এমনভাবে আমাদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিয়েছে। এটা আমাদের জন্য গর্বের।” “এই ধরনের আয়োজন শুধু পরিচ্ছন্নতা নয়, আমাদের ভিতরে দায়িত্ববোধও জাগিয়ে তোলে। আমরা চাই, এ রকম কর্মসূচি নিয়মিত হোক।”
আকন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও পরিবেশ উন্নয়নে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি মূলত তরুণদের নিয়ে সমাজ বদলের লক্ষ্যে কাজ করে। “বদলে আমরা, বদলে যাবে দেশ” -এই বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠনটি ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য।
শুধু একটি পরিচ্ছন্নতা কর্মসূচি নয়-এটি যেন এক সামাজিক আন্দোলনের শুরু। নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে হলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজ মিলেই গড়ে উঠতে পারে পরিচ্ছন্ন একটি বাংলাদেশ।
আকন্দ ফাউন্ডেশন ও ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ এর
নেতৃত্বে এই প্রয়াস হয়তো শ্রীপুরের নতুন সূর্যের উদয়, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম গড়বে একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন এবং সচেতন সমাজ।

