রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন [gtranslate]
Headline
কালীগঞ্জে ভূয়া সিআইডি পরিচয়ে অপহরণ- গ্রেফতার ২ কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু ৫ আগষ্টের পর গাজীপুরের বাড়িয়ার রাজা বনে যায় জাহাঙ্গীর আলম পূবাইলে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে মারধর ২ লাখ টাকা ছিনতাই! আদালতে মামলা কাপাসিয়া বাজারে ভয়াবহ আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শেরপুরে সাংবাদিক মারুফের ওপর হামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব পরিচ্ছন্ন শ্রীপুর গড়তে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী কর্মসূচি সাংবাদিক জাকারিয়া আল-মামুনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন-বিক্ষোভ গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় পাঁচ জন দগ্ধ কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে প্রস্তুতি সভা
Headline
Wellcome to our website...
শেরপুরে সাংবাদিক মারুফের ওপর হামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব
/ ৬২ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯ অপরাহ্ন

শেরপুরে সাংবাদিক মারুফের ওপর হামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক জনকণ্ঠ ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এবং শেরপুর প্রেসক্লাবের (একাংশ) দপ্তর সম্পাদক মারুফুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে শেরপুর প্রেসক্লাব (একাংশ)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় শেরপুর শহরের হাশিম গেস্ট হাউসে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল।

সভায় সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ,জি এইচ হান্নানসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন,সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়,বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের ওপরও সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

সভাপতি এস এম শহিদুল ইসলাম বলেন,একজন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।

সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল বলেন,সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। প্রশাসনকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে,যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এভাবে আক্রান্ত না হন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত নিন্দা প্রস্তাবে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page