
পূবাইলে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে মারধর
২ লাখ টাকা ছিনতাই
গাজীপুর: গাজীপুর মহানগরের পূবাইলে একটি শিল্প প্রতিটিষ্ঠানে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে একজনকে মারধর করে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
পূবাই মেট্রো থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় সোড়ল গ্রামের মো: সরাফত সরকার তার ভাইয়ের ডেইরী ফার্ম দেখাশোনার দায়িত্ব পালন করেন।

সম্প্রতি ডেইরী ফার্মের অবকাঠামো নির্মানের জন্য নির্মাম সামগ্রী আনলে স্থানীয় কয়েক ব্যাক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দেয়ায় আসামীরা সরাফতকে মারধর করে রক্তাক্ত জখম করে ও সাথে থাকা দুই লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে।
খোঁজ নিয়ে জানা যায়, রাকিব হোসেন মোল্লার নামে একাধিক মামলা রয়েছে।
এই ঘটনার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বাদী চিকিৎসা করেন। এই ঘটনায় জিএমপির পূবাইল থানায় সরাফত সরকার বাদী হয়ে একটি অভিযোগ করেন। অভিযোগে স্থানীয় রাকিব হোসেন মোল্লা , জাকির৷ সরকার ও রানা চন্দ্রেের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা আসামী করা হয়। এ বিষয়ে পুলিশ এখনো দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহন করেনি। বাধা হয়ে বাদী এই ঘটনায় গাজীপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা নং ২৬৬/২০২৫ দায়ের করেন।

