রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন [gtranslate]
Headline
কালীগঞ্জে ভূয়া সিআইডি পরিচয়ে অপহরণ- গ্রেফতার ২ কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু ৫ আগষ্টের পর গাজীপুরের বাড়িয়ার রাজা বনে যায় জাহাঙ্গীর আলম পূবাইলে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে মারধর ২ লাখ টাকা ছিনতাই! আদালতে মামলা কাপাসিয়া বাজারে ভয়াবহ আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শেরপুরে সাংবাদিক মারুফের ওপর হামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা প্রস্তাব পরিচ্ছন্ন শ্রীপুর গড়তে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী কর্মসূচি সাংবাদিক জাকারিয়া আল-মামুনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন-বিক্ষোভ গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় পাঁচ জন দগ্ধ কালিয়াকৈরে বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে প্রস্তুতি সভা
Headline
Wellcome to our website...
কালীগঞ্জে ভূয়া সিআইডি পরিচয়ে অপহরণ- গ্রেফতার ২
/ ৬৭ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

কালীগঞ্জে ভূয়া সিআইডি পরিচয়ে অপহরণ- গ্রেফতার ২

মো.ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//
গাজীপুরের কালীগঞ্জে ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কর্মকর্তার ছদ্মবেশে মাইক্রোবাসে এক নারীকে অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে থানা পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের ছাদেক ভুইয়ার স্ত্রী রাবেয়া বেগম (৪৫), তুরাগ থানার জামাল উদ্দিনের স্ত্রী হেলেনা আক্তার আইভি (৩৮) ও অজ্ঞাতনামা ৪ জন পুরুষ সিআইডি’র ছদ্মবেশে সিভিলে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ গ্রামের শুক্কুর আলীর বাড়ীতে আসে। বাড়ীর মানুষ কোন কিছু বুঝে উঠার আগেই তারা শুক্কুর আলীর কন্যা মোসা. সুমাইয়া আক্তারকে (১৯) টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে ভিকটিমের পরিবার বিষয়টি কালীগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বিকেলে দোলান বাজার এলাকা থেকে অভিযুক্ত রাবেয়া বেগমকে আটক ও ভিকটিম সুমাইয়াকে উদ্ধার করে। রাবেয়া বেগমের দেওয়া তথ্যমতে রাতে অভিযুক্ত হেলেনা আক্তার আইভির ভাড়াকৃত বাড়ীর মালিক উত্তর খলাপাড়া গ্রামের রেজাউল করিম বাদলকেও পুলিশ আটক করে। এ বিষয়ে ভিকটিমের মা মাকসুদা আক্তার বাদী হয়ে শনিবার রাতে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার নং ২৭(১০)২৫।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই (নিরস্ত্র) মো. মাসুদ রানা শামীম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত রাবেয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করলে সে জানায় ঢাকার সিআইডি অফিসে ভিকটিমসহ অবস্থান করছে। পরে সিআইডি কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে সে একজন মহিলাকে ফোনটি ধরিয়ে দেয়। ওই মহিলার নিজস্ব মোবাইল নম্বর চাইলে দিচ্ছি বলে সে ফোন কলটি কেটে দেয়। পরে বারবার কল করলেও তারা ফোন রিসিভ না করায় আমাদের সন্দেহ বাড়ে এবং আমরা পুলিশী কার্যক্রম বাড়িয়ে দিয়ে বিভিন্ন স্থানে তল্লাসী করতে থাকি। এতে ভিত হয়ে হেলেনা আক্তার আইভিসহ ওই অজ্ঞাত ৪ জন পুরুষ দোলান বাজার এলাকায় অভিযুক্ত রাবেয়া ও ভিকটিম সুমাইয়াকে রেখে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, অপহরণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে ভিকটিমসহ অভিযুক্তদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page